ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগতসার গ্রামে অসহায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওই গ্রামের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও মাদরাসা ময়দানে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সেবা দেওয়া হয়েছে।
বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের জগতসার গ্রামের ‘মানবসেবা আলমি ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. অ্যান্থনী আলবার্ট ও ক্যাম্প অরগানাইজার আবু তৈয়বের নেতৃত্বে আটজনের একটি দল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়।
এ সময় জগতসার মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া নারগিছ আক্তার বলেন, ‘দুই বছর ধরে আমার চোখের সমস্যা। কয়েকবার চিকিৎসকের পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আজ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছি। ডাক্তারও ভালো করে দেখেছেন। প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। আমি অনেক খুশি। ’
কামাল পাশা নামে এক ব্যক্তি বলেন, ‘আমার মা বৃদ্ধ মানুষ। বয়সের কারণে চোখে কম দেখেন। বসুন্ধরা চক্ষু হাসপাতাল থেকে আমাদের গ্রামে একটি চিকিৎসকের দল এসেছে। তারা টাকা ছাড়াই আমার মাকে চিকিৎসা দিয়েছে। ছানি অপারেশনের প্রয়োজন হলে ঢাকা নিয়ে বিনামূল্যে সেটা করিয়ে দেবে বলেও জানিয়েছে। ’
নূর জাহান বেগম নামে এক নারী বলেন, ‘প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখালে অনেক টাকার প্রয়োজন হয়। এত টাকাও নেই। বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পেরে অনেক উপকার হয়েছে। আমার মতো আরও শত শত নারী এই চিকিৎসাসেবা পেয়েছেন। তাদের এই মহৎ কার্যক্রম যেন সবসময় চালু থাকে— এটাই প্রত্যাশা।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. অ্যান্থনী আলবার্ট বলেন, আগে থেকেই চার শতাধিক রোগীর নাম লিপিবদ্ধ করা ছিল। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৮০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসআরএস