ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পোশাক শ্রমিকদের নিয়ে বিপাকে নারায়ণগঞ্জের করোনা হাসপাতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ১০, ২০২০
পোশাক শ্রমিকদের নিয়ে বিপাকে নারায়ণগঞ্জের করোনা হাসপাতাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করা শ্রমিকদের নিয়ে বিপাকে পড়েছেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) স্বাস্থ্যকর্মীরা।

রোববার (১০ মে) বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, এদিন সকাল থেকে মোট ২৬ জন শ্রমিক মৃদু উপসর্গ ও উপসর্গহীনভাবে এসে টেস্ট করাতে অনুরোধ করেন। তাদের মধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাকিদের আউটডোর সেবা দেওয়া হয়েছে।

ডা. সঞ্চয় জানান, হাসপাতালে সকালে ২৬ জন গার্মেন্টসকর্মী আসেন বিভিন্ন শিল্প কারখানা থেকে। তাদের কারো কারো মৃদু উপসর্গ থাকলেও অনেকের সেটি ছিল না। নানাভাবে বোঝানোর পরও তারা টেস্ট করাতে চান। পরে মৃদু উপসর্গ থাকায় ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তিনি বলেন, ‘মূলত গার্মেন্টসে কাজে যোগ দিতে না দেওয়ায় তারা এখানে টেস্ট করে নেগেটিভ ফলাফলের সার্টিফিকেট নিয়ে কাজে যোগ দিতে চান। তাই এসেছেন টেস্ট করাতে। এভাবে হাজার হাজার শ্রমিক যদি আমাদের এখানে কাজে যোগ দিতে সার্টিফিকেটের জন্য টেস্ট করাতে আসেন, তাহলে তো আমরা বিপাকে পড়ে যাবো। এ নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো। ’

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।