ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জামালপুরে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১২, ২০২০
জামালপুরে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন

জামালপুর: জামালপুরে করোনা ভাইরাস শনাক্ত করার নিমিত্তে ‘রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন’ (আরটি-পিসিআর) ল্যাব স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশের ৩৮তম এ ল্যাবটি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর ৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াত আলম মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এফ এম সালে, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ডা. মো. মোশায়ের উল ইসলাম, জামালপুর সির্ভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।