ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনায় পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
করোনায় পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের মৃত্যু মারা গেলেন রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক।

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক। পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস'সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনের সিনিয়র কাউন্সিলর ছিলেন অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক।

সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) হিসাব অনুযায়ী, রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুকসহ দেশে করোনায় এ পর্যন্ত ৭৪ জন‌ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আর ১১ চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
পিএস/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad