ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৬, ২০২১
নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই জনের মৃত্যু হয়েছে।  

নিহতদের একজন জেলা শহর মাইজদী প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর মো. আবু সায়েম (৪৫)।

তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা ।

অন্যজন সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা হাফেজ আবদুল কাদের জিলানী (২৬)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১২৫ জন ছাড়িয়েছে।

রোববার (৬ জুন) বিকেলে নোয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) মাঈনুল ইসলাম খশনবিশ জানান, আমাদের সহকর্মী পোস্টাল অপারেটর আবু সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।

অন্যদিকে, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ জয়নাল আবদীনের ছেলে হাফেজ আবদুল কাদির জিলানী (২৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। রোববার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।