ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতাল কম্পাউন্ড পরিদর্শন করেছেন সিনিয়র স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তিনি।

এ সময় চিকিৎসকদের উদ্দেশ্যে সিনিয়র স্বাস্থ্য সচিব বলেন, হাসপাতালকে নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যেভাবে পরিচর্যা করেন, সেভাবে হাসপাতালকে পরিচর্যা করবেন।

এদিন দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।