ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অপ্রত্যাশিত কিছুতে চমক কুম্ভের, মিথুনের বিদেশযাত্রার সুযোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অপ্রত্যাশিত কিছুতে চমক কুম্ভের, মিথুনের বিদেশযাত্রার সুযোগ

আজ কেমন যাবে
তারিখ: ১৭/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
কয়েকজন সহকর্মীদর বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আপনার সফলতা অব্যাহত থাকবে। সন্তানের পড়াশুনা নিয়ে পরিবারে চিন্তা বাড়বে।

আইনের ঝামেলায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেম নিয়ে পারিবারিক বিরোধের মুখে পড়তে হতে পারে।

টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
প্রতিযোগীদের একযোগ হয়ে করা পরিকল্পনায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। তবে রাশিচক্র শুভ থাকায় সব বাধা কেটে যেতে পারে। মূল্যবান উপহার লাভ করতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮
আমদানি-রপ্তানি ব্যবসার ফলে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। পিতৃস্থানীয় কারও মতামত মঙ্গলদায়ক হতে পারে। সৃষ্টিশীল কাজে স্বীকৃতির সম্ভাবনা আছে। তবে প্রেমের ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
বকেয়া অর্থ পেতে জটিলতা দেখা দেবে। শারীরিক জটিলতায় কর্মপরিকল্পনা ব্যাহত হতে পারে। আচমকা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। পাওনা পেতে কিছুটা সুবিধা হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮
বন্ধুর সাহসের ফলে বিপদ থেকে উদ্ধার পাবেন। পারিবারিক সুখবর মিলতে পারে। গ্রহদোষে সঞ্চয়ে বাধা আসবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে আপনার কোনো আত্মীয়ের পক্ষ থেকে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
বিকল্প পরিকল্পনায় সফলতার আলো দেখা দেবে। ঘনিষ্ঠজনের কারসাজিতে দাম্পত্য বিরোধ শুরু হতে পারে। বিতর্ক-বিবাদে মাথা গলিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সন্তানের ভবিষ্যৎ নিতে চিন্তা বাড়বে।

টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ১৮
বাধা-বিঘ্নের মধ্য দিয়ে সাফল্য আসবে। একাধিক দিক সামাল দিতে গিয়ে সঞ্চয়ের চেষ্টায় বাধার যোগ। প্রেমের ক্ষেত্রে পারস্পারিক বিশ্বাস মজবুত করার চেষ্টা করুন।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮
নিজস্ব কৌশলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়-স্বজনের ব্যবহারে মনোকষ্ট পেলেও কোনো উপায় নেই। তবে কিছু ভালো মানুষের সান্নিধ্যে শান্তি পাবেন। প্রেমযোগ আছে তবে তার জন্য চেষ্টা বাড়াতে হবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫
গ্রহদোষে আর্থিকযোগ অধরাই থকে যাবে। গ্রহের ফের কাটলে তবেই সফলতা আসবে। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি শুভ নয়।
 
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
দুর্জনের অপচেষ্টা সঙ্গে কর্মক্ষেত্রে মানিয়ে চলতে হবে। প্রাচীন সম্পত্তির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হবে। সপরিবার কাছে-পিঠে ভ্রমণের সুযোগ আসতেই পারে। প্রেমের ক্ষেত্রটি কিছুটা সমস্যাসঙ্কুল।
 
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
অপ্রত্যাশিত কোনো বিষয় আপনাকে চমকে দিতে পারে। কর্মক্ষেত্রে স্থির অবিচলিত সিদ্ধান্তের ফলে সফল হবার যোগ। থাইরয়েডের মতো গ্লান্ডের সমস্যা ভোগাতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা ঠাণ্ডা মাঠায় মোকাবিলা করতে হবে।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

মীন: ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নিজস্ব সিদ্ধান্তে ব্যবসায় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক সঙ্কটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। বিদ্যা বা শিক্ষাচর্চার সূত্রে বাড়তি উপার্জনের সুযোগ। প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে।

টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।