ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আজ কেমন যাবে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ- ২৭/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করার সুযোগ পাবেন। কাজের সফলতা আপনাকে আনন্দ দেবে।

অপছন্দের লোকজনকে সহজে আয়ত্তে আনবেন। ব্যক্তিগত ভাবে আর্থিক সাফল্য পাবেন। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আগের নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে সমস্যায় পড়তে হবে। এর ফলে ব্যবসার জায়গায় উপযুক্ত পদক্ষেপ নিতে দেরি হতে পারে। চোখের বিশেষ যত্ন নিন। অধিক পরিশ্রমের শারীরিক অবসাদ বাড়তে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
বাকি থাকা কাজ সঠিক ভাবে সম্পূর্ণ করতে  পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে। অধস্তন কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি  হবে। অর্থ যোগ মধ্যম থেকে শুভ। প্রেম যোগ নেই।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
জোরাল ভাবে মত প্রকাশ করা থেকে আজ নিজেকে দূরে রাখতে পারলে আপনার সুবিধা হবে। পারিবারিক জীবনে ন্যায়-নিতি মেনে  এগিয়ে যাবার চেষ্টা করবেন। অর্থনৈতিক সমস্যা সহজে কাটবে না।   ভ্রমণের যোগ আছে। দাম্পত্য সমস্যা সতর্ক ভাবে সমাধান করুন।

টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে জলে যব, গম , চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আপনার সাফল্যে আপনার পরিচিত লোকজনেরই ঈর্ষার কারণ হবেন। আজ থেকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ শুরু করতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও ,সন্তানের খবরে সম্মান বাড়বে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাক কে শস্য দানা দান করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
আজকের দিনে নতুন ব্যবসা এবং কর্মের যে ক্ষেত্র তৈরি হয়েছে তার সাফল্য উপভোগ করবেন। চট করে কাউকে বিশ্বাস করবেন না। তবে সকলকে অবিশ্বাস করারও কোন প্রয়োজন নেই।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,   শুভ সংখ্যা : ২১
কর্মক্ষেত্রের জন্য পরিবারের থেকে বেশ কিছুটা দূরে যেতে হতে পারে। আর্থিক বাঁধা নেই। তবে পরিবারের কেনা-কেনাকটির জন্য খরচা বাড়বে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারের পক্ষে দিনটি শুভ। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
কাজের ব্যস্ততার জন্য আজকের দিনে পরিবারের সাথে আপনি আনন্দ করার ফুরসৎ পাবেন না। চাকরির ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে। পরিবারের আবদার মেটাতে খরচ হতে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা :   ৩
শুভ গ্রের প্রভাবে ব্যবসায়ী সমস্যার সমাধান হবে। শখ পূরণ হতে পারে। তবে খরচের ব্যাপারে আরও সাবধান হওয়া দরকার। প্রেমিক-প্রেমিকাদের নতুন জীবনে প্রবেশের ইঙ্গিত আসবে। প্রেমের জন্য শুভ।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রত্যাশা পূরণ করার শুভ যোগ আছে। কোন প্রকার বাঁধা আপনাকে আটকে রাখতে পারবে না। আজকের দিনে অতিরিক্ত খরচ হবার সম্ভাবনা আছে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
সন্তানকে জোর করে শাসন চেষ্টা না করাই ভালো। আপনার শান্ত ব্যবহারের ফলে অপছন্দের লোকজন বিশেষ কিছু করতে পারবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে খরচ সংকোচন করতে হবে। ভ্রমণের যোগ আছে। দাম্পত্য যোগে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
শারীরিক সমস্যার যোগ আছে। পরিবার এবং ব্যবসাতে আগের থেকে সমস্যা কমবে। তবে খরচের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। পরিবারে অল্পবিস্তর অশান্তি লেগে থাকতে পারে। সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা  থাকবে। প্রেম যোগ নেই।

টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  পানিতে ফেলে দিন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।