ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

মিথুনের অর্থ সমস্যা, কন্যার আপসে শান্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৩, ২০১৭
মিথুনের অর্থ সমস্যা, কন্যার আপসে শান্তি রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ০৪/০৫/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, দায়িত্বও বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে অশান্তি।

মূত্রাশয়জনিত রোগ বাড়তে পারে। দান করে মনে আনন্দ পাবেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনে আলোচনা হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রিয় বন্ধুর কাছ থেকে মানসিক আঘাত আসতে পারে। প্রেমযোগে সমস্যা। বক্তা হিসেবে সুনাম বাড়বে। পরিবারের নতুন অতিথির আগমন। পরিবারের বায়না পূরণে নাজেহাল হবেন। অংশীদারি ব্যবসায় সুফল। ভ্রমণের যোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
অর্থ সমস্যা বাড়তে পারে। কমতে পারে শরীরের কষ্ট। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। কাজে ব্যাঘাত হবে। সন্তানের জন্য বাড়িতে চিন্তা ও অশান্তি। বন্ধু বাড়তে পারে। প্রেমের দিকে সুফল মিলবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সামাজিক কোনো কাজের জন্য ব্যস্ত হতে হবে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। শত্রুর শক্তি ক্ষয়ে মনে আনন্দ। আইনজীবীদের শুভ সময়। ব্যবসার জন্য ঋণ বাড়তে পারে। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
প্রেমে সাফল্য লাভ। বাড়িতে চুরি হতে পারে। প্রেমের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। বিয়ের জন্য আলোচনা হবে। কর্তব্য পালনে ভুল থাকার জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়বে। গান-বাজনার দিক দিয়ে খুব ভালো সুযোগ পাবেন। প্রিয়জনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। শত্রুর সঙ্গে আপসে শান্তি ফিরবে। প্রেম নিয়ে মানসিক অশান্তি বাড়তে পারে। দীর্ঘ প্রতীক্ষার পরে ব্যবসায় উন্নতি হবে। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
চাকরির কোনো সমস্যার সমাধান হতে পারে। শরীরের দিকে চাপ বাড়তে পারে। মনের মতো ব্যক্তির সঙ্গে সারাদিন কাটানোর জন্য আনন্দ পাবেন। প্রেম ও সংসার জীবনে শান্তি বাড়তে পারে। ব্যবসার জন্য কোনো নতুন যোগাযোগ আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অচেনা লোকের সঙ্গে বিবাদ হতে পারে। মানসিক উত্তেজনা বাড়তে পারে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে কোনো অশান্তি অনেক দূর যেতে পারে। অর্থপ্রাপ্তির হতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শরীরের কোনো রোগের জন্য ডাক্তারের ব্যবস্থাপত্র নিতে হতে পারে। অর্থের জন্য চাপ বাড়বে। বাড়িতে কোনো কাজের জন্য প্রতিবেশীর সঙ্গে বিবাদ। চাকরির স্থানে নতুন লোকের সঙ্গে পরিচয় বাড়তে পারে। মধ্যভাগে সব দরকারি কাজগুলো শেষ করে ফেলুন। প্রেমের ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
শরীরের দিকে নজর দিন। কোনো রোগের ইঙ্গিত পেলে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। না হলে বিপদ বাড়তে পারে। সন্তানের জন্য কোনো চিন্তার কারণ হতে পারে। কাজের জন্য নতুন কোনো ব্যবস্থা হতে পারে। প্রেম বা দাম্পত্য জীবনে বিবাদ। ভ্রমণের যোগ আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তার জন্য খরচও বাড়বে। গুরুজনের জন্য চিন্তা। প্রেম বা দাম্পত্যে ভুল কথা বলবার জন্য অশান্তি। বাবার সঙ্গে আলোচনায় কোনো উন্নতি হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বাড়ির কোনো কাজের জন্য ব্যস্ত হতে হবে। ব্যবসায় ভালো পরিবর্তন হতে পারে। দরকারি কোনো কাজ নিজে করুন। প্রেম নিয়ে দরকার হলে বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। কর্মস্থানে নতুন কাজের জন্য চাপ বাড়তে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।