ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাশিফল

তুলার ব্যবসায় সাফল্য, মেষের প্রেমে সংশয়

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
তুলার ব্যবসায় সাফল্য, মেষের প্রেমে সংশয় রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২০/০৫/২০১৭

মীন মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
হতাশাকে মনে জায়গা দেবেন না। সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে।

কর্মযোগ মিশ্র। প্রেমের ক্ষেত্রে কিছু সংশয় থাকবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সফলতার খবর আসতে পারে। নতুন কাজে সফলতা পাবেন। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ। প্রেমযোগে বাধা। বিনোদনের সুযোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেম নিয়ে কোনো আত্মীয়ের বাধা আপনাকে বিচলিত করতে পারে। দাম্পত্য সম্পর্কে সমস্যার যোগ। পরিবারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। শারীরিক সমস্যার যোগ। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। যাত্রাযোগে বাধা আসতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯


কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম নিয়ে জটিলতা দেখা দেবে, তবে বন্ধুর সাহায্যে সমাধানের যোগ আছে। পারিবারিক জটিলতার জেরে কাজে সমস্যা হতে পারে। পারিবারিক বিষয়ে সমস্যার সম্ভাবনা আছে। শারীরিক সমস্যার সমাধান হবে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলির ধীরে সমাধান হবে। কর্মে বাধা পেরিয়ে সফলতা আসবে। শিক্ষায় উন্নতির যোগ। বিনোদনের সুযোগ হাতছাড়া হবে। যাত্রাযোগে সমস্যা। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমে সাফল্য লাভ হবে, তবে বেশ কিছু সমস্যা পেরিয়ে। ব্যবসার সমস্যা সমাধান হবে। কাজের বাধা কাটবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। শারীরিক সমস্যার যোগ। শুভ খবর লাভ করবেন। নতুন বন্ধুলাভ হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দাম্পত্য সমস্যা নিয়ে জটিলতা কমবে। পরিবারের সম্পত্তি সমস্যা বাড়বে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সাফল্যের যোগ আছে। প্রেমের বাধামুক্তি হবে। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম নিয়ে সংশয় থাকলেও শুভ ফলের সম্ভাবনা। শিক্ষায় উন্নতির যোগ আছে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সমস্যার যোগ আছে। পরিবারে মতবিরোধের যোগ। পথে চুরি ছিনতাইয়ের সমস্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর্থিকযোগে মিশ্র প্রভাব।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় পুরনো সমস্যার সমাধান হবে। প্রেম নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হবে। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হবে। পরিবারে মতবিরোধ বাড়তে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সাফল্যের পথে বাধা হবে কোনো আত্মীয়। কর্মে মিশ্র প্রভাব বজায় থাকবে। প্রেমে বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় সমস্যার যোগ আছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিকযোগে বাধা। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের প্রস্তাবে সব দিক ভেবে তবেই সাড়া দিন। বিশেষ করে পরিবারের কথা চিন্তা করুন। শিক্ষায় বাধা। কর্মে উন্নতির প্রয়াস ব্যর্থ হতে পারে। ব্যবসায় মিশ্র প্রভাব পড়বে। শারীরিক সমস্যার যোগ। বিনোদনের সম্ভাবনা। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুর মাধ্যমে প্রেমের সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতিতে সহকর্মীর বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। নতুন পরিকল্পনায় সাফল্য আসতে পারে। যাত্রাযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।