ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

মেষের হজম সমস্যা, ধনুর অযথা অশান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
মেষের হজম সমস্যা, ধনুর অযথা অশান্তি আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ০২/০৯/২০১৭

. মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
গুরুজনের সংস্পর্শে শান্তি লাভ। ব্যস্ততার মধ্যে সারাদিন।

পরিবারের সঙ্গে আমোদ-প্রমোদ। তবে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রতিবেশীর মাধ্যমে ভালো কাজ। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

. বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বাড়িতে স্বজন-বন্ধুর সঙ্গে ব্যস্ততা। ধর্ম দিয়ে দিনটা শুরু। প্রেমযোগ শুভ। হঠাৎ প্রাপ্তি। বিনোদনে ব্যস্ততা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

. মিথুন: (২২মে – ২১ জুন)
শরীর নিয়ে চিন্তা বাড়বে। রক্ত চাপ বাড়তে পারে। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করুন। বন্ধুর মাধ্যমে উপকার আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রা শুভ। রক্তক্ষয়। ব্যস্ততার মধ্যে দিন শুরু।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

. কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
বাড়িতে নতুন কোনো আনন্দের খবর আসতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। রাস্তায় অচেনা লোকের জন্য বিপদে পরতে পারেন। ভাই–বোনের অশান্তি মিটবে। সম্পত্তি কেনার পরিকল্পনা। প্রেমযোগ শুভ। দিনের শেষে আমোদ প্রমোদ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

. সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ভুল চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। আলোচনা করে সিদ্ধান্ত নিন। অন্যের মাধ্যমে উপকার পেতে পারেন। প্রেমের ব্যাপারে ঝামেলা বাড়তে দেবেন না। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

. কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনের দিক দিয়ে ক্লান্ত অনুভব করলেও সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে। আয় বাড়ার পরিকল্পনা। বিলাসিতায় খরচ বাড়বে। বাসায় স্বজন বান্ধবের উপস্থিতি থাকলেও আপনার সময় তাদের সঙ্গে নাও কাটতে পারে। পছন্দমতো কোনো বন্ধুর সঙ্গে মনের আনন্দ।   প্রেম ও দাম্পত্যে বাধা আছে।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯

. তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কর্মস্থলে সাহসের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন। কোনো বন্ধুর জন্য গর্ববোধ। ভ্রমণের আলোচনা আপাতত স্থগিত রাখুন। কাউকে কথা দিয়ে কথা নাও রাখতে পারেন। প্রেমযোগ মিশ্র।
 
শুভ রং : সাদা,   শুভ সংখ্যা : ১

. বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারে সঙ্গে ধর্মে মনোনিবেশ। প্রতিবেশীদের সঙ্গে ব্যস্ততা। বহু পরিশ্রমের ফল সামান্য মাত্রই পাবেন। কাউকে কিছু বলার হলে অপেক্ষা করুন। প্রেমে সমস্যার যোগ আছে। যাত্রাযোগে শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

. ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। বাড়িতে কিছু অভাবের জন্য অযথা অশান্তি আসতে পারে। সন্তানের মতিগতি দেখে মনের চাপ বাড়বে। প্রেম-দাম্পত্য শুভ। ধার্মিক কাজে মনোনিবেশ।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৪

. মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
লেনদেনের ব্যাপারে মনের ভেতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থ ভাগ্য মধ্যম। সঞ্চয় খুব ভালো হবে না। ব্যবসার দিকে একটু মনোযোগ বাড়াতে হবে। প্রেম নিয়ে চিন্তা বাড়বে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

. কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রতিবেশীদের সঙ্গে সামাজিক কাজে ব্যস্ততা। উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে ঝঞ্জাট থেকে মুক্ত। ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে বিবাদ বাধতে পারে। স্বামী-স্ত্রী মত পার্থক্য হতে পারে। ধারালো অস্ত্র থেকে সাবধান থাকুন।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

. মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দিনটা শুরু ধর্মের মধ্য দিয়ে। পরিবার প্রতিবেশীর সঙ্গে ব্যস্ততা। শরীরে আঘাত। রক্তক্ষয়। কর্মে মনোনিবেশ। ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ।   প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।