ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

মীনের শুভ রং নীল, কন্যার বাদামি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মীনের শুভ রং নীল, কন্যার বাদামি রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ২৯/১০/২০১৭

মেষমেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  
কোন  আত্মীয়ের চক্রান্তে বৈষয়িক গোলযোগ সেই কারণে আর্থিক ক্ষতির যোগ আছে। জলবাহিত রোগ ও স্নায়ু পীড়ায় সমস্যা দেখা দিতে পারে।

প্রেম যোগ শুভ। মানসিক জোর বৃদ্ধিতে প্রেমিক, প্রেমিকার সাহায্য পাবেন। যাত্রা যোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯
 
বৃষবৃষ: (২১ এপ্রিল-২১ মে) 
শৌখিনতায় বাড়তি আগ্রহের দরুন খরচা বাড়বে। বাড়তি খরচায় লাগাম টানতে না পারলে সমস্যার সম্ভাবনা আছে। আগুন থেকে বিপদের আশঙ্কা আছে। প্রেমে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪

মিথুনমিথুন: (২২মে-২১ জুন) 
আলাপ-আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের আশা আছে। প্রিয়জনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ বাড়াবে। প্রেমের সমস্যা সমাধান করতে কারো সাহায্য নিতে হতে পারে। যাত্রা যোগ শুভ। বিদেশ যাত্রার যোগ আছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭

কর্কটকর্কট: (২২ জুন-২২ জুলাই) 
ব্যবসার আর্থিক পরিকল্পনায় পরিবারের সাহায্য পাবেন। মাত্রা ছাড়া উচ্চাভিলাষ বিপাকে ফেলতে দিতে পারে। প্রেম নিয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা না করাই শ্রেয়। যাত্রা যোগ দুপুরের পর শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২

সিংহসিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
আকস্মিক বাধা দেখা দিলেও হতাশ হবে না। ঘনিষ্ঠ বন্ধুর চক্রান্তে গোলমালের মধ্যে পড়তে পারেন। সতর্ক ভাবে কর্মক্ষেত্রে পা ফেলুন। প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। মন চঞ্চল থাকবে। যাত্রা যোগে বাধা আছে। পথে চলাফেরা করার সময় সাবধানে থাকুন।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  
পরিবারের কারোর চক্রান্তে মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রিয়জনের আচরণে আপনার উত্তেজনা বাড়তে পারে। অপ্রিয় কথা কম বলার চেষ্টা করুন। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। প্রেমের যোগ আছে। যাত্রা যোগ মিশ্র।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ৪

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 
জমি-বাড়ি ক্রয়ের পরিকল্পনা আর্থিক কারণে ব্যাহত হবার সম্ভাবনা আছে। তৃতীয় ব্যক্তির উস্কানিতে দাম্পত্য শান্তি ও সাংসারিক সুস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯ 
 
বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) 
দূরদৃষ্টি মাধ্যমে কঠিন সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। গুণীজনের সান্নিধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর দিশা মিলতে পারে। অর্থ যোগ মধ্যম। প্রেমের জন্য দিনটি শুভ। যাত্রা যোগে বাঁধা আছে। তবে তা দুপুরের পর কেটে যাবে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
 
ধনুধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
প্রেম-প্রণয়ের জটিলতার অবসান হবে। আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা আছে। গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। যাত্রা যোগ শুভ। অর্থ যোগে শুভ ফললাভ দেখা যাচ্ছে।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

মকরমকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
গাড়ি ক্রয়-বিক্রয়ের ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে। সন্তানের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিতে উদ্বেগের অবসান হবে। লোভ নিয়ন্ত্রণ করতে না-পারলে বিড়ম্বনার আশঙ্কা প্রবল। প্রেম নিয়ে সামান্য কিছু জটিলতা দেখা দেবে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
পরিকল্পনার ভুলের জন্য আর্থিক ক্ষতি বাড়তে পারে। সম্পত্তি বিবাদে সমস্যা আদালত পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা যাচ্ছে। গ্রহের সমস্যার ফলে প্রেমে বিঘ্ন আসতে পারে। যাত্রা যোগ শুভ। ভ্রমণের যোগ আছে।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
আজকের দিনে ব্যবসায়ীদের বিশেষ সাফল্যের যোগ আছে। মকদ্দমার সুষ্ঠু নিষ্পত্তির সম্ভাবনা অতি ক্ষীণ। চোখ সংক্রান্ত পীড়া নিয়ে সমস্যা দেখা দেবে। প্রেম নিয়ে পারস্পারিক সমস্যা বজায় থাকবে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।