ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মক্ষেত্রের অনিশ্চয়তায় বিচলিত কন্যা, সিংহের উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কর্মক্ষেত্রের অনিশ্চয়তায় বিচলিত কন্যা, সিংহের উন্নতি রাশিফল

আজ কেমন যাবে
তারিখ-১১/০৩/২০১৮

মেষমেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  
আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিলে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ব্যাপারে ঠাণ্ডা মাথায় চিন্তা করুন।

পরিবারের আপত্তিতে রেগে না গিয়ে তাদের বুঝিয়ে বলুন। কর্ম যোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

বৃষবৃষ: (২১ এপ্রিল-২১ মে) 
প্রেম নিয়ে সমস্যার জেরে মনের ভেতর অশান্তি জাগতে পারে। কর্মে উন্নতিতে বাধা। অমনযোগিতার ফলে সুযোগ হাত ছাড়া হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার সম্ভাবনা আছে। শারীরিক সমস্যা সমাধান হবে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

মিথুনমিথুন: (২২ মে-২১ জুন) 
কর্মক্ষেত্রে কাজের পদ্ধতি সংস্কারের প্রয়োজন হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধানের ইঙ্গিত। প্রেম যোগ শুভ। আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ। ব্যবসায়ে শুভ যোগ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

কর্কটকর্কট: (২২ জুন-২২ জুলাই) 
আপনার কোনো আত্মীয় আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পরিকল্পনা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। প্রেম নিয়ে সমস্যার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে কোনো আত্মীয়ের প্রবেশ সমস্যা বাড়িয়ে তুলবে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ২

সিংহসিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
হিসেব করে অর্থ ব্যবহার না করতে পারেলে সঞ্চয়ে টান পড়বে। শিক্ষা নিয়ে সময়ের যোগ আছে। কর্মে উন্নতির সুযোগ আসবে। প্রেমের যোগ মিশ্র। দাম্পত্য যোগে সমস্যা থাকবে।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
প্রেম নিয়ে মনের ভেতর নানা প্রশ্নের জন্ম হতে পারে। মানসিক চিন্তা আপনাকে অস্থির রাখবে। কর্মে অনিশ্চয়তা আপনাকে বিচলিত করবে। শিক্ষা যোগ শুভ। আর্থিক যোগে মিশ্র প্রভাব আছে।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 
সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপনাকে সমস্যার মুখে ফেলতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেম যোগ শুভ। পাওনা টাকা নিয়ে সমস্যা বাড়তে পারে।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২০ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) 
কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবার সুযোগ পাবেন। ঝুঁকি নিলে সফল হবার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে সমস্যা সমাধানের ইঙ্গিত। দাম্পত্য জীবন সুখের। বিনোদনের যোগ আছে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮

ধনুধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
প্রেম নিয়ে সমস্যার সমাধান। পারিবারিক পরিবেশ কিছুটা আপনার পক্ষে ফিরবে। শিক্ষা ক্ষেত্র শুভ। ব্যবসায়িক যোগে শুভ ফল আছে। আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। তবে বাড়তি খচের যোগ আছে।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

মকরমকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
পরিবারে জন্য সময় দিতে হবে। শারীরিক সমস্যা মাথা চাড়া দিয়ে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। শিক্ষা যোগ শুভ। কর্মে উন্নতির সম্ভাবনা আছে।  

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
পথে সাবধানতা অবলম্বন দরকার। শিক্ষা যোগ শুভ কর্মে উন্নতির যোগ আছে। প্রেমের গোপনে কেউ শত্রুতা করতে পারে। পরিবারে সমস্যার সমাধান হবে। আর্থিক যোগ শুভ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
আপনার চেষ্টা সফল হবে। প্রেম নিয়ে ছোটছোট সমস্যা হবে। আর্থিক যোগে শুভ ফললাভ হবে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। শারীরিক সমস্যার যোগ আছে।  

শুভ রং: আকাশী, শুভ সংখ্যা: ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।