ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সিংহের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, কন্যার অর্থযোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
সিংহের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, কন্যার অর্থযোগ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৪/০৩/২০১৮

..মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল) 
প্রেম নিয়ে নতুন সমস্যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। দাম্পত্য যোগে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে।

কর্মে উন্নতির যোগ। শিক্ষা যোগ শুভ।  

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩১

...বৃষ: (২১ এপ্রিল-২১ মে) 
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে সমস্যা সমাধানের যোগ আছে। পারিবারিক সমস্যা মিটবে। আর্থিক দিক শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২৫

...মিথুন: (২২মে-২১ জুন) 
নিকট কারো ব্যবহারে মনে আঘাত পেতে পারেন। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে। প্রেম যোগে শুভ ফল লাভের ইঙ্গিত রয়েছে। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হবে।
 
শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৯

...কর্কট: (২২ জুন-২২ জুলাই) 
শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ হবে। পারিবারিক পরিবেশ থাকবে সুখের। প্রেম নিয়ে সমস্যার সমাধানের যোগ আছে। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ২

...সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
পরিবারের কারো শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। কর্মে উন্নতির সুযোগ আসবে। ব্যবসার মধ্যে আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ বর্তমান।  

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬ 

...কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বন্ধুর কথার দ্বারা প্রভাবিত হয়ে করা কাজে সমস্যা হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেম যোগ শুভ। দাম্পত্য যোগে শুভ ফললাভের সম্ভাবনা। আর্থিক যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৫

...তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 
বাহন ক্রয় বা সম্পত্তি ক্রয়ের যোগ আছে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক বিষয়ে কোনো আত্মীয়ের প্রভাবে সমস্যা বাড়বে।
 
শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) 
সম্পত্তি নিয়ে সমস্যা জটিল আকার নিতে পারে। আইনি সাহায্যের প্রয়োজন পড়তে পারে। আর্থিক দিকে কিছু বাধা আসতে পারে। শিক্ষা যোগ শুভ। প্রেম যোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ২

...ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) 
আর্থিক বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মনমালিন্য হতে পারে। পরিবারের কারো ব্যবহারে আঘাত লাগতে পারে। কর্মক্ষত্রে উত্তেজনার ফলে কাজ ভুলের সম্ভাবনা। প্রেম যোগ শুভ।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

...মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
বিদেশের সঙ্গে ব্যবসার দরজা খুলতে পারে। শারীরিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে শুভ ফল আছে। শিক্ষা যোগ শুভ। পারিবারিক অশান্তির সমাপ্তির সম্ভাবনা আছে।  

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২

...কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
শিক্ষায় শুভ ফল লাভ হবে। প্রেম যোগে সাফল্যের সম্ভাবনা আছে। সম্পত্তি নিয়ে সমস্যার যোগ। কর্মক্ষেত্রে শুভ যোগ বর্তমান। ব্যবসায়ে শুভ ফল লাভ হবে। আর্থিক যোগে ইতিবাচক সম্ভাবনা আছে।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২১

...মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
প্রেম নিয়ে সমস্যার সমাধান করবে কোন বন্ধু। পারিবারিক সমস্যার যোগ আছে। শিক্ষা যোগ মিশ্র। কর্মক্ষেত্রে শুভ যোগ বর্তমান। আর্থিক যোগ শুভ।  

শুভ রং: আকাশী, শুভ সংখ্যা: ১০

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।