১৯ জুলাই থেকে বেঙ্গল শিল্পালয়ে চলছে ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক ভাস্কর্য প্রদর্শনী। শিরোনাম ‘বনলতা’।
শিল্পী প্রিয়ভাষিণী একজন মুক্তিযোদ্ধা। এ বছরই তিনি লাভ করেছেন ‘স্বাধীনতা দিবস’ পদক। এ পর্যন্ত তার ১০টি একক প্রদর্শনী হয়েছে এবং অংশ নিয়েছেন বহু দলবদ্ধ প্রদর্শনীতে। বর্তমানে কাজ করছেন ফ্রিল্যান্স শিল্পী হিসেবে।
তুচ্ছ, বর্জ্য ও কুড়িয়ে আনা কাঠ দিয়ে অসাধারণ সব শিল্প নির্মাণ করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, যাতে ফুটে ওঠে ত্রিমাত্রিক বিন্যাস। অনুভূতির তীব্রতার সঙ্গে ফুটে ওঠে নান্দনিক বোধ। জীবনের নানামুখী ব্যঞ্জনার উপস্থাপন তার ভাস্কর্যের অন্যতম বৈশিষ্ট্য। তার রূপকল্পের বিস্তারে বর্জ্য কাঠ বা শুকনো নিষ্প্রাণ ডালপালাও প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশে ভাস্কর্য-চর্চার জগতে ফেরদৌসী প্রিয়ভাষিণী এক আলাদা শিল্পব্যক্তিত্ব।
প্রদর্শনীতে ভাস্কর্য থাকবে প্রায় ৮২টি। প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত।
ছবি : ফিরোজ আহমেদ
বাংলাদেশ স্থানীয় সময় ১২২৫, জুলাই ১৯, ২০১০