ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় শুরু হচ্ছে পঞ্চগীতি কবির সঙ্গীত প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
শিল্পকলায় শুরু হচ্ছে পঞ্চগীতি কবির সঙ্গীত প্রশিক্ষণ

ঢাকা: আগামী ০১ নভেম্বর থেকে ভাওয়াইয়া পঞ্চগীতি কবির সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শিল্পকলার প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এই তিন মাস ব্যাপী কর্মশালায় তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীর‍া অংশগ্রহণ করতে পারবেন।



প্রতি শুক্রবার ও শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিনমাসব্যাপী কর্মশালা চলবে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে অফিস চলাকালিন সময়ে আগ্রহী প্রার্থীদের একাডেমির প্রশিক্ষণ বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়াও বিস্তারিত জানার জন্য ০২ ৯৫৮২০৯২ ও ০১৮৪০৮৮২৬৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।