ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দৃক গ্যালারিতে চলছে স্প্যানিশ উইকের আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
দৃক গ্যালারিতে চলছে স্প্যানিশ উইকের আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: স্প্যানিশ উইক-২০১৪ উদযাপনের অংশ হিসেবে স্পেন দূতাবাস ও দৃক যৌথভাবে ‘অনুপ্রেরণা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।



এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, আলোকচিত্র শিল্পী ও অতিথিরা।

প্রদর্শনীটির জন্য গত ২৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আলোকচিত্র গ্রহণ করা হয়েছে। এতে প্রায় ৪ হাজারের মতো আলোকচিত্র জমা পড়ে। তা থেকে বাছাই করে মোট ৫৭টি আলোকচিত্র এই প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। সেরা আলোকচিত্রের জন্য দেওয়া হয়েছে পুরস্কার। প্রথম পুরস্কার লাভ করেন আশিস দাস।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে বুধবার ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্যই উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।