ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়া লেখকচক্রের দু’দিনব্যাপী কবিতা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বগুড়া লেখকচক্রের দু’দিনব্যাপী কবিতা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া লেখকচক্রের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি-কথাশিল্পী ড. মোহীত উল আলম।

উদ্বোধককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের কর্মী শিবলী মোকতাদির। এর আগে কবিতা আবৃত্তি করেন কবি বজলুল করিম বাহার। পরে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।       

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া লেখকচক্রের সভাপতি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ.বি.এম. জিয়াউল হক বাবলা, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, অধ্যাপক শহীদুল্লাহ, সংগঠক আব্দুল খালেক ও জি.এম. সজল, সাংবাদিক জে.এম. রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে আব্দুল মান্নান বলেন, অপসংস্কৃতিরোধে বগুড়া লেখকচক্র কাজ করে যাচ্ছে। সমাজের প্রগতিশীলদের এ সব সংগঠনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা উচিত।

শনিবার (২৯ নভেম্বর) উৎসবের সমাপনী পর্ব জেলার গোকুলে অবস্থিত ঐতিহ্যবাহী বেহুলার বাসরঘর এলাকায় অনুষ্ঠিত হবে।      

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।