ঢাকা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘ওঙ্কার’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামী সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় পাবলিক লাইব্রেরি সেমিনার হল-২ এ ‘রোকেয়া: আলোকের ঝর্নাধারা’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় রোকেয়ার নারীবাদ ও সমসাময়িক বাংলাদেশে নারীর অবস্থান নিয়ে মুক্তআলোচনা করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, কথাসাহিত্যিক ও মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক, নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম প্রমুখ।
এরপর শাহ ওয়ালিদ আকরামের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘রোকেয়া নামে অগ্নিশিখা’য় রোকেয়া চরিত্রে আবৃত্তি করবেন প্রিয়াংকা আচার্য্য ও তাসমি চৌধুরী।
একক আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রেজিনা ওয়ালী লীনা।
এছাড়াও একক নারীবাদী কবিতা পরিবেশন করবেন আবৃত্তি দল স্বরশ্রুতি, মুক্তধারা ও সংবৃতার নারী আবৃত্তিশিল্পীরা।
‘রোকেয়া: আলোকের ঝর্নাধারা-২০১৪’ এর আয়োজন উৎসর্গ করা হয়েছে ড. নীলিমা ইব্রাহিমের স্মৃতির প্রতি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪