তোমার বাসা বুকের ভিতর
নিত্য ছড়াও আলো
তোমার কাছে মানুষ বড়
হোক না সাদা কালো।
জীবনখানা নিরেট খাঁটি
পরের জন্য বাঁচা
কত বছর কেড়ে ছিলো
জেলখানার ঐ খাঁচা?
অকুতোভয় ম্যান্ডেলা হে
পথ করেছো লাল
চলে গেছো তবু আছো
থাকবে চিরকাল।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪।