যশোর: কেশবপুর মধুসূদন একাডেমীর পরিচালক কবি ও গবেষক খসরু পারভেজ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ডিসেম্বর) উপজেলার চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শহরের পাইলট বালিকা বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। সাংবাদিক উৎপল দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কবি মকবুল মাহফুজ, কবি নয়ন বিশ্বাস, শিক্ষক ফারুক হোসেন, প্রভাষক মাহাবুবুর রহমান টুলু, ফারিহা ওয়াহিদ ও সংবর্ধিত কবি খসরু পারভেজ।
বাংলাদেশ সময় : ০৪৩৪ ঘন্টা, ডিসেম্বর ০৬, ২০১৪