ঢাকা: আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন চারজন লেখক। ২০১২ ও ২০১৩ সালের ক্যাটাগরিতে দুইজন করে মোট চারজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) রাত ৮টায় রাজধানীর র্যাডিসন হোটেলের ব্লু ওয়াটার গার্ডেনে চার লেখকের হাতে পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
পুরস্কারপ্রাপ্ত চারজন হলেন, ২০১২ সালে ‘ওয়ারী, বটেশ্বর শেকড়ের সন্ধানে’ বইটির জন্য সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মাদ হাবিবুল্লাহ পাঠান। ‘বাংলা বৌদ্ধ: ঐতিহ্য ও সংস্কৃতি’ বইয়ের জন্য লেখক শিমুর বড়ুয়া। এছাড়া, ২০১৩ সালের ক্যাটাগরিতে, ‘মধুসূদন: বিচিত্র অনুষঙ্গ’ গ্রন্থের লেখক গবেষক খসরু পারভেজ এবং ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তার বিয়োগান্তক বিদায়’ বইয়ের জন্য জহিরুল ইসলাম।
এই চারজনকেই ৫ লাখ টাকার চেক, একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
এ সময় স্পিকার ছাড়াও আরো উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইএফআইসি ব্যাংকের সাহিত্য পুরস্কার লেখকদের উৎসাহীত করবে। এই উদ্যোগ দেশে নতুন লেখক তৈরিতে ভূমিকা রাখবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, লেখকরা লিখে বড়লোক (ধনী) হতে পারবেন না। এটা সম্ভবও নয়। কিন্তু এই ধরনের উদ্যোগ তাদের মাঝে যে উৎসাহ জন্মায় তা আমাদের দেশের জন্য সৃজনশীল মানুষ তৈরিতে ভূমিকা রাখবে। কারণ আগের চেয়ে দেশে সৃজনশীল মানুষের সংখ্যা কমে আসছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪ আপডেট ২১০০