ঢাকা: বঙ্গবন্ধুকে নিবেদিত পংক্তিমালার আবৃত্তি অ্যালবাম ‘তোমারই পদধ্বনি’ এর আবৃত্তি এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল চারটায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আবৃত্তি মেলা’র ব্যানারে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
শিল্পী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন রাসেল, অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীলু ও শিল্পী মাহিদুল ইসলাম অ্যালবাম থেকে আবৃত্তি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।
সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন, বাংলা একাডেমির উপ-পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরে সাত্তার কল্লোল ও আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪