ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি | কবিতা ফাতিমা তামান্না

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
দুটি | কবিতা ফাতিমা তামান্না

এসএমএস

কয়েদখানার এই অন্ধকারে
আলোর বিচ্ছুরণ
শৃঙ্খলিত আজ
কাব্য আর সুরের ঝঙ্কার।
দৈত্যের তাণ্ডবে অগ্নিদগ্ধ
দিনগুলো যখন প্রজ্জ্বলিত
সমুদ্রফেনায় কে আর
এঁকে দেবে দিগন্তরেখা।


গভীর অন্ধকারের রাত পেরিয়ে   
অবারিত দিনের হাতছানি
অত্যাচারীর মুখে আজ
অঙ্গীকারের বাতুলতা
চমকে ওঠেছে বিদ্যুৎ
আকাশের প্রত্যেক কোণে।
মুহূর্তে সহস্র কোটি এসএমএস-
একত্রিত হও।


ফল

আমিত্বের ভেতর যে অনন্ত আকাঙ্ক্ষা
তা সাগরের প্রচণ্ডতায় ভাসিয়ে নিয়ে যায়
নক্ষত্র ঠিকানায়...
নক্ষত্রের অলিগলিতে বিলিয়ে যায় জীবন নির্যাস
নিজেকে নিজের মাঝে খোঁজো
দেখবে থৈ থৈ আনন্দ।
দেয়ার আনন্দে শেকড়ের স্ফূরণ
নেয়ার চাঞ্চল্যে ফলের পূর্ণতা।



বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।