ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | রবিউল হুসাইন

কবিতা/শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
দুটি কবিতা | রবিউল হুসাইন

পথে পথে

বিধি আমার বামে থাকে বাস্তবতা ডানে
সুখের ভেতর দুঃখ কষ্ট অনেকখানি টানে

একটু একটু করে যখন একলা পথে চলি
কেউ আসে না ধারে কাছে কোনো কুসুমকলি

পথে পথে পা বাড়িয়ে যখন দূরে যাই
আশেপাশে কেউ থাকে না নিরাশ অসহায়

নিঃস্ব আমি হতে পারি হতাশাবাদী নই
স্বপ্ন-সুতোর চাদর গায়ে চলছি অবশ্যই

একদা এই দেশে চিলো সেই কাপড় মসলিন
ভিন্নভূমির দস্যুহেতু উধাও চিরবিলীন

অত্যাচারীর বিফলধ্বজা ওই প্রান্তে পোড়ে
চিরকালের পুন্যস্রোত উজ্জল সারাৎসারে

এমনি করেই চলছে সময় নিবিড় দুর্নিবারে
মানস-মনন গঠন-পঠন গভীর পারাপারে।


মধুমাছি

এখনো কথাগুলো মৌমাছি হয়ে ওড়ে প্রতিস্বরে
আর অহেতুকী আগুনে তাদের পাখাদুটি পোড়ে
কী যে সেই তীব্র আকর্ষণ কেউ বোঝে না
অন্ধকারেও নক্সা আঁকে সব বর্ণালী আলপনা
মধুরা ফুলে থাকে নিশ্চুপ নীরবে গোপনে
মৌ মৌ উড়ে উড়ে ফুলে ফুলে গড়ে মধুবনে
ফুলপাখি মৌচাক মৌমাছি মধুগ্রাম গড়ে
ডালে ডালে গুন গুন সঙ্গীতের সুর উপচে পড়ে
আগুনের শাদা ধোঁয়া চারদিকে মেঘাচ্ছন্নে
মধুমাছি দিশেহারা মৌবাড়ি ছেড়ে চলে নিঃশূন্যে

সবকিছু কেড়ে নেয় যাবতীয় মধুর ভাণ্ডার
মধুকর মধুকরী মধুকোষে জ্বালায় মধুথবর্তিকা অপার
সেই আলোতে উজ্জ্বল চারদিক প্রকৃতি অপরূপা
ফুলমধু মৌমাছি মৌচাক মধুলেহী মধুলোলুপা
ফুলে ফুলে মধু নিয়ে মৌমাছি মৌচাক বানায়
মৌয়াল লুটে নেয় জোর করে, সেইসব মৌ নিরূপায়।



বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।