ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার থিয়েটার ইউল্যাবের আয়োজনে আলী যাকেরের ‘দর্পণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
শুক্রবার থিয়েটার ইউল্যাবের আয়োজনে আলী যাকেরের ‘দর্পণ’

ঢাকা: জগদ্বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের 'হ্যামলেট' অবলম্বনে থিয়েটার ইউল্যাব আয়োজন করতে যাচ্ছে আলী যাকের নির্দেশিত নাটক ‘দর্পণ’।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে নাটকটি মঞ্চায়িত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট নাট্যজন ও মুক্তিযোদ্ধা আলী যাকের। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য প্রফেসর ইমরান রহমান ও নাট্যজন, অভিনেত্রী সারা যাকের।

এ সময় আরো উপস্থিত থাকবেন, ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টি, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা।

নাটকটির সার্বিক আয়োজক থিয়েটার ইউল্যাব। এতে সহযোগিতা করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। উইলিয়াম শেক্সপিয়ারের 'হ্যামলেট' গল্পটিকে বাংলাদেশি সংস্কৃতির উপযোগী করে ‘দর্পণ’ নামে তুলে ধরেছেন আলী যাকের।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।