ঢাকা: জগদ্বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের 'হ্যামলেট' অবলম্বনে থিয়েটার ইউল্যাব আয়োজন করেছে আলী যাকেরের নাটক ‘দর্পণ’।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে নাটকটি মঞ্চায়িত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যজন ও মুক্তিযোদ্ধা আলী যাকের ও অভিনেত্রী সারা যাকের। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এইচ. এম. জহিরুল হক ও নাট্য ব্যক্তিত্ব খালেদ খানের স্ত্রী মিতা হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টি, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা।
নাটকটির সার্বিক আয়োজক থিয়েটার ইউল্যাব। এতে অভিনয় করেন থিয়েটার ইউল্যাবের সদস্যরা। ইউল্যাবের পক্ষ থেকে নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অধ্যাপক মুনতাসির মামুন। নির্দেশনায় ছিলেন, মোস্তাফিজ শাহীন। আর সার্বিক আয়োজনে, থিয়েটার ইউল্যাবের প্রেসিডেন্ট মাহাবুবা সুলতানা খান।
এতে সহযোগিতা করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। উইলিয়াম শেক্সপিয়ারের 'হ্যামলেট' গল্পটিকে বাংলাদেশি সংস্কৃতির উপযোগী করে ‘দর্পণ’ নামে তুলে ধরেছেন আলী যাকের।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪