২৩ জুলাই শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে আবদুল মান্নানের একক চিত্র প্রদর্শনী। ‘মেঘের পরে মেঘ’ শিরোনামের এ প্রদর্শনীতে শিল্পীর জলরঙ ও এক্রেলিকে আঁকা ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
২ আগস্ট সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা প্রতিদিন চলবে এ প্রদর্শনী।
শিল্পীর কাজ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, ‘ঘনায়মান মেঘ শুধু কালোয় এঁকে শিল্পী-হৃদয় বর্ষার গানে মজ্জুমান থেকেছে । আবার নীল মেঘের টানে তার রোমান্টিক সত্তা নীলাম্বর স্বপ্ন বুনে চলেছে। ... রঙের গুণে প্রকৃতির স্বভাব বুঝতে চেয়েছেন তিনি। যাকে আমরা নদীদৃশ্য বলছি সেই নদীও তার বিষয় নয়। বিষয় হয়তো তার ঊর্মিমুখর জল। আর এই জল নির্ণীত হয়েছে রঙের কল্লোলে। মেঘের উদগীরণ জলরং ও অ্যাক্রিলিকের তারল্যগুণে শিল্পী শনাক্ত করতে চেয়েছেন। প্রকৃতির অন্তর্গত স্বভাব অনুভব করে এই শিল্পী বিমূর্তের পথে এগিয়েছেন। ’
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩০, জুলাই ২৬, ২০১০