ঢাকা: উপমহাদেশের শাস্ত্রীয় সংগীত সাধনার বিশিষ্ট ধারা বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন এবং তার কন্ঠে ধারণ করা রাগ সংগীতের অ্যালবাম “টোয়াইলাইট রাগাজ” সোমবার (১৪ মার্চ) প্রকাশ হবে।
ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় বেঙ্গল ক্যাফেতে সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন।
পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ১৯২৭ সালে এক সংগীত প্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিষ্ণুপুর ঘরানার অনুসারী সংগীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান ও শিষ্য।
সুদীর্ঘ জীবনে তিনি বিস্তর হিন্দুস্থানী সংগীত পরিবেশন এবং এ বিষয়ে প্রচুর বক্তব্য রাখেন। রীতিবদ্ধভাবেই তার ভরাট কন্ঠে রাগের সৃজনশীল বিস্তার, তানকারীর অতুলনীয় শুদ্ধতা এবং ছন্দ সর্ম্পকে ধারণার ভিত্তি আর সংগীতে চিন্তা ও আবেগের দক্ষ সমন্বয় খেয়ালের গঠনে এনেছে এক নতুন মাত্রা।
পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান। ৩০ বছরের বেশী সময় অধ্যাপনা করে ১৯৯২ সালে তিনি অবসরে যান।
বৃহস্পতিবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এটি