ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

পাল্টা ছড়া প্রতিযোগিতায় ৩০ জনকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
পাল্টা ছড়া প্রতিযোগিতায় ৩০ জনকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘২য় ছড়া উৎসব-২০১৬’ পাল্টা ছড়া প্রতিযোগিতায় ৩০ সম্ভাবনাময় ছড়াকারকে সম্মাননা দিয়েছে সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’।
 
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ছড়াকারদের হাতে স্মারক সম্মাননা, সনদপত্র ও বই তুলে দেওয়া হয়।



প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন ছড়াকার রফিকুল হক দাদুভাই।
 
তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেওয়া হয় ছড়াকারদের হাতে।

প্রথম পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, আবিদ আল হাসান, আহমেদ স্বাধীন, মুজাহিদুল ইসলাম স্বাধীন, আয়েশা সাদিকা, সাইফ আলী, শরীফ হিজাজী, মুমতাহিনা তানযিম রেখা, কামরুল আলম, মারিয়া মীম ও আকলিমা সুমা।
 
আর মোহাম্মদ আলী, আহমেদ সোহেল, মাহমুদুল হাসান খোকন, মো. মঈন উদ্দীন, আবু জর গিফারী, শাবলু বড়ুয়া, জয়নব জোনাকী, শাফিন শাহেদ, আদিল হাসান ও ইউসুফ আরেফিন মাসুম দ্বিতীয় পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
 
তৃতীয় পাল্টা ছড়া প্রতিযোগিতায় সাজিদা রহমান মুন্নী, মো. রুবেল, এমদাদ শুভ্র, সাজিদুর রহমান, হাসান বিহঙ্গ, এম আনিসুল হক, তোরাব আল হাবিব, নাজির হোসাইন খান, জান্নাতুল ফেরদাউস ও ইসলাম তরিক পুরস্কার লাভ করেন।
 
অনুষ্ঠানে ছড়া পাঠ করেন ছড়াকার নাসির আহমেদ, রহীম শাহ, আহসান মালেক, হাসনাত আমজাদ, ওসমান গনি, ফিরোজ কবির, মোস্তফা মাসুদ, সোহেল মল্লিক প্রমুখ।
 
এছাড়া ছড়াকার শাহাবুদ্দীন নাগরী, কাজী রোজী, আখতার হুসেন, হাসান হাফিজ প্রমুখ আলোচনায় অংশ নেন।
 
উৎসবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলা থেকে ছড়াকাররা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।