ঢাকা: ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে বই। নতুন-পুরানো যে বইটি খুশি কেনা যাবে অনায়াসে।
শুক্রবার (০১ এপ্রিল) থেকে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরিতে শুরু হয়েছে দেশের অন্যতম পাঁচটি প্রকাশনার যৌথ বইমেলা ‘চৈত্রের বইয়ের আড়ং’। আগামী ১২ এপ্রিল পর্যন্ত মেলা চলছে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- নালন্দা, চারুলিপি, ভাষাচিত্র, আদর্শ ও শব্দশৈলী। ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে এখান থেকে বই কিনতে পারবেন ক্রেতারা।
মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদ, শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালী, লেখক রকিবুল ইসলাম মুকুল, মেহেরুন রুমাসহ বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরা।
বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আইএ