ঢাকা: চিত্ত জাগুক গানে গীতে কাব্যে কথায়- এই বোধ ও প্রত্যাশায় সঞ্জীবিত হয়ে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী বৈশাখ উৎসব।
শনিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল (বুধবার) প্রতিদিন সন্ধ্যা ৭টায় রাজধানী ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে সকাল সাড়ে ১০টায় শিশুদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর সিলেটের সংগঠন গীতবিতান বাংলাদেশ-এর ছড়া পাঠ এবং মেপ্ললিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিশুশিল্পীরা সমবেত কন্ঠে রবীন্দ্রনাথ সঙ্গীতের মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানায়।
দ্বিতীয় পর্বে ছিলো বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পাপেট শো।
পাঁচ দিনের আয়োজনে আরও থাকছে রবীন্দ্রনাথ, তিনকবি, রাগাশ্রয়ী, লোক ও উচ্চাঙ্গ সংগীতের বিশেষ আয়োজন।
দ্বিতীয় দিন রবীন্দ্রসন্ধ্যায় গাইবেন সেমন্তীমঞ্জরী, ফারহিন নুসরাত জয়িতা, সৈকত মজুমদার, নির্ঝর চৌধুরী, অদিতি মহসিন, লাইসা আহমদ লিসা, বুলবুল ইসলাম, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
তৃতীয় দিন তিনকবি ও রাগাশ্রয়ী সংগীতসন্ধ্যায় গাইবেন ফারহানা রহমান কান্তা, অলোক কুমার সেন, মাহমুদুল হাসান, অনিন্দিতা চৌধুরী, ঝুমা খন্দকার, তানভীর আলম সজীব, সুবীর নন্দী ও ইফ্ফাত আরা দেওয়ান।
চতুর্থ দিন লোকসংগীত সন্ধ্যায় গাইবেন লাবিক কামাল গৌরব, ভজন বাউল, সিদ্দিকুর রহমান, হালিমা পারভীন, বিমান চন্দ্র বিশ্বাস, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। দলীয় যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন মনিরুজ্জামান (বাঁশি), ইউসুফখান (সরোদ), নুরুজ্জামান বাদশা (বেহালা), একরাম হোসেন (এসরাজ), ইফতেখার আল মডলার (তবলা)।
পঞ্চম দিন উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যায় ধ্রুপদ গাইবেন পরম্পরা শিক্ষার্থী রাজিয়া সুলতানা, পাখাওয়াজে মীর নাকিবুল ইসলাম, মোহনবীণা বাজাবেন দোলন কানু নগো, তবলায় থাকবেন স্বরূপ হোসেন, খেয়াল পরিবেশন করবেন পরম্পরা শিক্ষার্থী বর্ষা মজুমদার ও প্রিয়াঙ্কা দাস, তবলায় থাকবেন সবুজ আহমেদ, হারমোনিয়ামে সুপ্রিয়া দাশ, সেতার পরিবেশন করবেন এবাদুল হক সৈকত, তবলায় স্বরূপ হোসেন, খেয়াল গাইবেন প্রিয়াংকা গোপ, তবলায় ইফতেখার আলম ডলার, হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রি।
অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এটি