ঢাকা: আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল পুঠিয়ায় থিয়েটার উৎসব হবে বলে জানিয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
রোববার (১০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলোনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জানান, পুঠিয়া রাজবাড়ী মাঠে প্রতিদিন বিকেল ৪টায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১৩তম বাংলা লোকনাট্য উৎসব চলবে।
তিনি বলেন, গ্রাম থিয়েটারের এ বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িত রয়েছে দেশের প্রায় দুই শতাধিক সদস্য সংগঠন।
এবারের লোকনাট্যোৎসবে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বর
হত্যাকাণ্ডে নিহত পুঠিয়া পৌরসভার শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা মাহমুদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের দফতর সম্পাদক জুবায়ের শিবলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এফবি/জেডএস