ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভারতীয় অন্বেষা’র সাংস্কৃতিক প্রতিনিধিদল ঢাকায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ভারতীয় অন্বেষা’র সাংস্কৃতিক প্রতিনিধিদল ঢাকায় বাংলানিউজের লোগো

ঢাকা: অটিজম শিশুদের জন্য নিবেদিত ভারতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অন্বেষা’র এক সাংস্কৃতিক প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ছয় অটিস্টিক শিশু শিল্পী এবং আটজন কবি ও শিল্পী রয়েছে। এ দলে নেতৃত্ব দিচ্ছেন কলকাতার কবি ও সংগঠক বরুণ চক্রবর্তী।

রোববার (০৯ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে অন্বেষা’র প্রতিনিধি দলের সদস্যরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরবে।

অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ বুক ক্লাব।

কবি বরুণ চক্রবর্তী বলেন, এর আগেও বাংলাদেশের কয়েক জেলায় অন্বেষা’র শিশু শিল্পীরা পারফর্ম করে প্রশংসা কুড়ায়। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে অন্বেষা।

এ সফরকালে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে সফররত শিল্পীরা অংশ নেবে বলেও জানান তিনি।

অন্বেষা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশিক্ষক শর্মিলা বসু জানান, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে অন্বেষা একযুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। এখন এই কাজ দেশের বাইরেও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালি ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও সংগঠক আশরাফ উদ্দিন নজু।

ভারত থেকে আগত অন্বেষা’র শিল্পীদের বিশেষায়িত সাংস্কৃতিক পরিবেশনা থাকবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

কবি বরুণ চক্রবর্তী জানান, ঢাকায় পয়লা বৈশাখকে সামনে রেখে অন্বেষা এই ঢাকা সফরে নানা কর্মসূচিতে অংশ নেবে।

প্রতিনিধি দলে সদস্যরা হলো- কল্লোল বিশ্বাস, শর্মিলা বসু, শুক্লা ভট্টাচার্য, সরমা বিশ্বাস, সোমা চক্রবর্তী, পূর্ণিমা ভট্টাচার্য, সঙ্গীতা মোহাত্তা, সূর্যশেখর বসু, কোরক বিশ্বাস, নন্দিনী ভট্টাচার্য, শুভজিত চক্রবর্তী, ইন্দ্রাণী ভট্টাচার্য ও বিধি মোহাত্তা।

আগামী ১৫ এপ্রিল কলকাতার উদ্দেশে বাংলাদেশ ছাড়বে অন্বেষা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।