ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে ‘পঞ্চকবির গান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে ‘পঞ্চকবির গান’ ঋদ্ধি বন্দোপাধ্যায়

ভারতীয় সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কণ্ঠে ‘পঞ্চকবির গান’ শোনাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র (আইজিসিসি)। 

আগামী শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। সেখানে অতুল প্রসাদ সেনের গান নিয়ে ঋদ্ধির নতুন অ্যালবামও প্রকাশ করা হবে।


 
বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋদ্ধি তার অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের লেখা গান পরিবেশন করবেন।
 
এর আগেও বাংলাদেশে ‘পঞ্চকবির গান’ পরিবেশন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ঋদ্ধি।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগীতানুষ্ঠানে প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত। এই উন্মুক্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।