ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মিলটন সফির সম্মাননা অর্জন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
কবি মিলটন সফির সম্মাননা অর্জন মিজাফ তারকা অ্যাওয়ার্ড ২০১৮-২০১৯ অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ঢাকা: মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (মিজাফ) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিজাফ তারকা অ্যাওয়ার্ড ২০১৮-২০১৯ অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছেন কবি মিলটন সফি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি অঙ্গনের ৩৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়।

কবি মিলটন সফি’কে সাহিত্যে ‘কালোপুরুষ’ কাব্যগ্রন্থের জন্য সম্মাননা পদক দেওয়া হয়।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেতা প্রবীর মিত্রকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।