ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বেবিচকের নতুন চেয়ারম্যান সানাউল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
বেবিচকের নতুন চেয়ারম্যান সানাউল হক

ঢাকা: বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সানাউল হককে বেবিচক চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।



একই আদেশে বেবিচকের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।