ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

হাজিদের দেশে ফেরা নির্বিঘ্ন করতে বিমানের উদ্যোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
হাজিদের দেশে ফেরা নির্বিঘ্ন করতে বিমানের উদ্যোগ

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজব্রত পালন শেষে হাজিদের দেশে ফেরা সুষ্ঠু ও ত্বরান্বিত করতে দেশটির মক্কা এবং মদিনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জেদ্দা বিমানবন্দরে নিয়োজিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (০৫ অক্টোবর) বিকেলে বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়।

সোমবার দুপুর পর্যন্ত ২৮টি ফ্লাইটে প্রায় সাড়ে ১১ হাজার হাজি ২১টি ডেডিকেটেড ও সাতটি নির্ধারিত ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন।

এদিন আরও দু’টি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা বলে জানায় বিমান।

রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান জানায়, হজ কার্যক্রম সুষ্ঠু ও ত্বরান্বিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় কর্মরত বিমানের সব কর্মকর্তা/কর্মচারীদের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত করা হয়েছে।

বিমান এবার ১০৯টি ডেডিকেটেড এবং ৩১টি নির্ধারিতসহ মোট ১৪০টি ফ্লাইট চালাবে। এসব ফ্লাইটে দেশে ফিরবেন মোট ৫৪ হাজার ৮৪৫ হাজি।

গত ১৬ আগস্ট ‘হজ ফ্লাইট কার্যক্রম শুরু করে বিমান বাংলদেশ এয়ারলাইন্স। আর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।