শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তাঁতী লীগ ও আওয়ামী সাংস্কৃতিক জোট।
‘পদ্মা সেতু নামের পরিবর্তে শেখ হাসিনা সেতু নামকরণ চাই’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ কর্মসূচি সমন্বয় করেন তাঁতী লীগ নেতা কাজী মোশাররফ হোসেন।
এতে তাঁতী লীগের আরেক নেতা হারুন-উর-রশীদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পদ্মা ও মেঘনা নদীর ওপর সেতু করার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা জয় করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ করছেন।
‘তিনি দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু একটি নয়, আরও দু’চারটি পদ্মা সেতু করার ক্ষমতা রাখেন তিনি। ’
হারুন-উর-রশীদ বলেন, ১৬ কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর নাম হবে শেখ হাসিনা সেতু। এতে সেতুটির নামও সুন্দর হবে, ১৬ কোটি মানুষের আশাও পূরণ হবে।
এ দাবিতে কয়েকদিনের মধ্যে সব মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএফআই/এইচএ/