রোববার (১৩ আগস্ট) হলের যমুনা ব্লকের ৭০০৯ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্বার করেন হলের আবাসিক শিক্ষকরা।
মঙ্গলবার (১৫ আগস্ট) এসব অস্ত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
হল প্রশাসন ও ছাত্রলীগ সূত্র জানা যায়, হলের আবাসিক শিক্ষকরা নিয়মিতভাবে ছাত্রদের কক্ষ পরিদর্শনে গেলে আরিফ শেখের খাটের নিচে একটি বাক্স দেখতে পান। এই ছাত্রলীগ নেতার অবর্তমানে থাকা ইংলিশ স্পিকার্স ফর আদার ল্যাংগুয়েজ বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে বাক্স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শিক্ষকরা সেখান থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
ওই কক্ষে অবস্থানকারী ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের ছাত্রলীগ সভাপতি খোরশেদ বলেন, অনেক আগে থেকেই আরিফ শেখের খাটের নিচে বাক্সটি ছিল। তবে এর ভিতর কি ছিল জানতাম না।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া বাংলানিউজকে বলেন, চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সিটটিতে ছাত্রলীগ নেতা আরিফ শেখ থাকতো বলে জানতে পারি।
তবে আরিফ শেখের ছাত্রত্ব শেষ হয়েছে। বর্তমানে তার সিটটি খালি থাকার কথা। কিন্তু সে আমাদের না জানিয়ে সেখানে দুইজন শিক্ষার্থীকে উঠিয়ে গেছে। অস্ত্র পাওয়ার ঘটনাটি এবং অনুমতি ব্যতীত বেডে ছাত্র তোলার বিষয়টি প্রশাসন খতিয়ে দেখবে বলে জানান তনি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসকেবি/জিপি