ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রায়পুরে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
রায়পুরে ছাত্রলীগের কালো পতাকা মিছিল লক্ষ্মীপুরের রায়পুরে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগ

লক্ষ্মীপুর: ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে জঙ্গিদের একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ  কালো পাতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুসান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ, ছাত্রলীগ নেতা জুটন, জোবায়ের, সাকিল, রাজু আলমগীর ও শরিফ প্রমুখ।

বক্তারা ‘২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে সারা দেশে বোমা হামলা হয়েছে উল্লেখ করে ওই বোমা হামলায় জড়িতদের শাস্তির দাবি করেন। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ