মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাছান শান্ত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুস্থাফিজুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব রাব্বানী, শওকত জামিন ও নোওয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক দীপক কর্ন দাসসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিপক্ষ। পরে গত ১৭ সেপ্টেম্বর (রোববার) তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
জিপি