ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আগেই মানুষের ভাগ্য বদল হতো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আগেই মানুষের ভাগ্য বদল হতো’ শিবচরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান

মাদারীপুর: আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশের মানুষের ভাগ্য অনেক আগেই বদল হতো। 

বুধবার (১৫ আগস্ট) মাদারীপুর জেলার শিবচরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টাকে আমরা হারিয়েছি।

আওয়ামী লীগ সরকার যেন তার অসমাপ্ত কাজ ও স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেজন্য আপনারদের কাছে দোয়া চাই।

এর আগে, সকাল ১১টার দিকে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।

এছাড়াও তিনি কাঁঠালবাড়ি, মাদবরচর, পাঁচ্চর, সন্ন্যাসীরচর, দত্তপাড়া, বহেরাতলা, দ্বিতীয়াখন্ড, উমেদপুরসহ অন্তত ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত গণভোজসহ শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।  

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আ. লতিফ মোল্যা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ