সোমবার (১৩ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট হলে এ উপকমিটির দ্বিতীয় সভায় মন্ত্রী এ পদক্ষেপ নেন।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সমন্বয়ের জন্য দুটি পৃথক, অডিও-ভিজুয়ালসহ ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ, তথ্যপ্রযুক্তি, প্রচারসামগ্রী পরিকল্পনা ও আন্তর্জাতিক গণমাধ্যম সমন্বয়ের জন্য মোট ছয়টি ওয়ার্কিং কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, উপকমিটির সদস্য সচিব তথ্যসচিব আবদুল মালেক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ উপকমিটির সদস্যবৃন্দ সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এনটি