ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের আহত দুইজন। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা অহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, দোহারো গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (৩০) ও আব্দুর রাজ্জাকসহ (২৮)।

জানা যায়, সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশারফ হোসেন সমর্থক ফজন সরদারের জমিতে টোং দোকান ঘর তৈরি করেন সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সমর্থক আবু বকর। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্ষায়ে উভয়পক্ষের সর্মথকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় ৭ থেকে ৮টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বাংলানিউজকে জানান, দোহারো গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ