রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচুর ব্রিজের নিচে পানি থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল।
আনোয়ার হোসেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আনোয়ার হোসেন আশাকাচর পয়েন্ট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে অভারটেক করে আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাঁচুর ব্রিজ এলাকায় পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে মারপিট করে আহত অবস্থায় ধাক্কা দিয়ে ব্রিজের নিচে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। দুপুরে সিলেট থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, ছাতক থানা পুলিশের কর্মকর্তারা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনটি