শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের এ নেতা বলেন, এরশাদ বেঈমান কিন্তু জিয়াউর রহমান ছিলেন আসল খলনায়ক।
বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, বিএনপি এদেশের বিচার মানে না। একারণে তারা খালেদা জিয়ার জন্য পাকিস্তানী স্টাইলে কোর্টে হামলা চালায়। নওয়াজ শরীফের সময় পাকিস্তানে একবার কোর্টে হামলা করা হয়েছিল। সেই একই স্টাইলে এবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে হামলা চালানো হয়েছে। কারণ ওরা বিচার আইন বা নিয়মনীতি মানে না। জোর করে ওরা খালেদা জিয়াকে মুক্ত করতে চায়।
সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম, মেরিনা জাহান ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
কেইউএ/এইচজে