ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে ২২০০ প্রবাসীর পাসপোর্ট উদ্ধার করলো দূতাবাস

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
বাহরাইনে ২২০০ প্রবাসীর পাসপোর্ট উদ্ধার করলো দূতাবাস

বাহরাইন: বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের দুই হাজার ২০০ পাসপোর্ট উদ্ধার করেছে দূতাবাস। দীর্ঘদিন ধরে প্রক্রিয়ার মাধ্যমে এসব পাসপোর্ট উদ্ধার করা হয়।



বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসাধু চক্রের যোগসাজশে কিছু কোম্পানি কিছু বাংলাদেশির পাসপোর্ট জব্দ করে রেখেছিল। যাদের পাসপোর্ট জব্ধ হয়েছিল তারা ইচ্ছে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেশে ফেরত বা অন্য কোনো কোম্পানিতে কাজ করার অথবা ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছিল না।

মেজর জেনারেল মমিনুর বলেন, অনেকের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে আমরা দূতাবাসে একজন বাহরাইনি পরামর্শক নিয়োগ দিয়ে তার মাধ্যমে পর্যায়ক্রমে এসব পাসপোর্ট উদ্ধার করি। উদ্ধারকৃত পাসপোর্টগুলোর মধ্যে সাধারণ ক্ষমা ঘোষিত সময়ের কিছু পাসপোর্টও ছিল।

বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে এসব উদ্ধারকৃত পাসপোর্টধারীদের নাম প্রকাশ করা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, পাসপোর্টধারীরা যে কোনো দিন অফিস চলাকালে দূতাবাসে এসে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবে।

পাসপোর্ট উদ্ধারের প্রক্রিয়া অব্যহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ