ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেও যান না ওএসডিরা!

এস এম আববাস, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেও যান না ওএসডিরা!

ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণের পরোয়া করেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশিরভাগ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওএসডি)। এমনকি প্রজাতন্ত্রের এসব কর্মকর্তারা আমন্ত্রণে না যেতে পারলেও অপারগতাও স্বীকার করতে চান না।



জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, একজন সচিবসহ সোয়া ২’শ কর্মকর্তার বেশিরভাগই ঈদুল ফিতরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় আমন্ত্রণে অংশ নেননি। তাদের আমন্ত্রণপত্র পড়ে রয়েছে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পড়ার টেবিলে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান শিকদার বাংলানিউজকে বলেন, “রাষ্ট্রপতির আমন্ত্রণ মানুষ চেয়ে পায় না। আর যাবে না এটি হয়না। ”

বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে ওএসডি কর্মকর্তাদের কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও ভাবা হচ্ছে। তাদের কাজে লাগানোর চেষ্টাও করা হচ্ছে।  

এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে ওএসডি কর্মকর্তারা ডিউটির বাইরে নন। ওএসডি থাকাকালীন সময়ে বিশেষ ডিউটিতে রয়েছেন বলে গণ্য করা হয়। সেই মোতাবেক সরকারি বেতন-ভাতাও দেওয়া হয় তাদের। অথচ বসে বসে বেতন নিয়ে দিন কাটালেও রাষ্ট্রপতির আমন্ত্রণ পর্যন্তও গ্রহণ করার সময় থাকে না তাদের।

ঈদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যুগ্মসচিব থেকে সচিব পদমর্যদার কর্মকর্তাদের সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। অথচ বেশিরভাগ কর্মকর্তারাই এসব অনুষ্ঠানে যান না।     
 
কর্মকর্তা-কর্মচারীরা আরো জানান, মাসের ২/৩ তারিখে তাদের ডিউটি বোঝা যায়। মন্ত্রণালয়ে আসেন কিনা তা বুঝতে হলে জনপ্রশান মন্ত্রণালয়ে নির্ধারিত বেতনের তারিখে আসতে হবে।

এসব কর্মকর্তাদের খোঁজে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পড়ার রুম কাম সভাকক্ষে গিয়ে দেখা গেছে, হাতে গোনা কয়েকজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা বসে রয়েছেন। উপসচিব কিংবা যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তারা যারা সেখানে গিয়েছেন তারা সঙ্গে সঙ্গেই চলে গেছেন।

তবে বেশিরভাগই আসেন না বলে জানান সচিবালয়ের কর্মকর্তারা।     

শুধু তাই নয়। এসব কর্মকর্তাদের একটি বড় অংশ হাজিরা থাকায় সই করেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, যুগ্ম সচিব পর্যায়ে নিয়মিত অনিয়মিত মিলে বিগত কয়েক মাসে হাজিরা খাতায় সই করেছেন গড়ে ৫০ জনের নিচে। অথচ যুগ্মসচিব পর্যায়ে ওএসডি রয়েছেন প্রায় ৭০ জনের মতো।

যুগ্ম সচিব পর্যায়ে ৮০ জনের ওপরে ওএসডি থাকলেও নিয়মিত-অনিয়মিত মিলিয়ে হাজিরা খাতায় সই করেছেন ৬০ জনের মতো। এছাড়া সিনিয়র সহকারী সচিব পর্যায়ে ওএসডি রয়েছেন ৩০ জনের বেশি। অবশ্য হাজিরায় তাদের সংখ্যা বেশি।

অতিরিক্ত সচিব পর্যায়ের ২৫ জনের বেশি কর্মকর্তা থাকলেও তাদেরও চোখে পড়ে না। কর্মকর্তারা-কর্মচারীরা জানান, কখন আসে কখন যান জানা নেই।

আমন্ত্রণপত্র গ্রহণ করেনি এমন দুই কর্মকর্তা অতিরিক্ত সচিব হুমায়ূন কবীর এবং যুগ্ম সচিব একেএম আখতারুল হকের খোঁজে গত বুধ ও বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সভাকক্ষে গিয়ে পাওয়া যায়নি। তবে অনেকে বলেছেন তারা হয়তো ছুটিতে থাকতে পারেন।

সহসায় তাদের কেন্দ্রীয় লাইব্রেরি কাম সভাকক্ষে দেখা যায় না। আর সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের হাজিরা খাতা রাখা হয়নি সেখানে। তবে রিডিং রুম কাম সভাকক্ষের টেবিলে সাজানো হয়েছে শতাধিক আমন্ত্রণপত্র দিয়ে।    
যারা হাজিরা খাতায় সই করেছেন তাদের একজন যুগ্ম সচিব দেলওয়ার হোসেন। তিনি এসব বিষয়ে বাংলা নিউজকে বলেন, রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র তিনি গ্রহণ করেছেন। বৃষ্টির কারণে এবং বঙ্গভবন থেকে বাসা দূরে হওয়ার কারণে তিনি যেতে পারেন নি।

যুগ্ম সচিব এমদাদুল হক বাংলানিউজকে বলেন, “তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। ” রাষ্ট্রীয় আমন্ত্রণে সব অনুষ্ঠানেই তিনি যান বলেও উল্লেখ করেন।  

প্রসঙ্গত: ওএসডির একজন সচিবসহ অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব পর্যায়ে যারা জনপ্রশানমন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন সোয়া দুইশ। আর বিভিন্ন স্থানে সংযুক্ত রয়েছেন আরো ৭১ জন। এছাড়া অন্যান্য ওএসডি কর্মকর্তারা দেশের বাইরে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
এসএমএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজুরম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।