ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

নতুন কমিটিতে অছাত্র-সন্ত্রাসী

ছাত্রলীগ ক্যাডার থেকে ঢাবি ছাত্রদল সভাপতি

মাহমুদুল হাসান, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২
ছাত্রলীগ ক্যাডার থেকে ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাকা: ২০০১ সাল।   বইমেলা উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করে ছাত্রদল।

বিপরীতে মিছিলে সশস্ত্র হামলা ও গুলি চালায় ছাত্রলীগ ক্যাডাররা। ছাত্রলীগের সেই হামলায় অংশ নেন মাহিদুল হাসান হিরু নামে এক ছাত্রলীগ নেতা। কালপরিক্রমায় সেই ছাত্রলীগ নেতার পরিচয় পাল্টে যায়। ছাত্রদলের মিছিলে হামলা চালানো সেই ছাত্রলীগ নেতা সোমবার রাতে মনোনীত হন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হিসেবে।

কেবল মাহিদুল হাসান হিরুই নন, ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণা করার পরই সমালোচনার ঝড় ওঠে। ছাত্রদলের বেশিরভাগ তৃণমূল নেতাকর্মী মেনে নিতে পারছেন না এ কমিটি। ফলে এরই মধ্যে তা বিতর্কের মুখে পড়েছে।

ছাত্রদলের বেশ কয়েকজন নেতা বাংলানিউজকে জানান, প্রতিবার ছাত্রদলের কমিটিতে বিএনপির ভাইস চেয়াম্যান তারেক রহমানের প্রভাব থাকে। কিন্তু এবার তার প্রভাব খর্ব করার জন্য খালেদা জিয়া সম্প্রতি ওমরাহ পালন করতে গেলে তার সফরসঙ্গী প্রভাবশালী এক  বিএনপি নেতা তাকে বুঝিয়ে এ কমিটি করেন। নেতাকর্মীরা আশায় রয়েছেন তারেক রহমান দেশে ফিরলে তারা মূল্যায়িত হবেন।

ছাত্রদল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নেতাদের সবাই বিবাহিত। কারো কারো ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। কেবল কেন্দ্রীয় কমিটিই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিরও কেউ আর নিয়মিত ছাত্র নন।

কেন্দ্রীয় কমিটি
নতুন কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারিতে। তার ছাত্রত্ব শেষ হয় প্রায় একযুগ আগে। বিবাহিত চল্লিশোর্ধ্ব এই মধ্যবয়সী লোকটিই ছাত্রদলের সবচেয়ে বড় পদে আসীন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি পুরোদস্তুর সংসার করছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব লেখাপাড়া করেছেন আবুজর গিফারি কলেজে। তারও ছাত্রত্ব শেষ হয়েছে একযুগ আগে। তিনি বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। তারা স্কুলে যাচ্ছে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম আবেদ তৎকালীন জগন্নাথ কলেজে ভর্তি হন ৮৯ সালে। পরে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হেলথ ইকোনমিকসে। তিনি বিবাহিত। ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগে।

সোমবারের কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৯৭ সালে। বর্তমানে ছাত্রত্বহীন  এই ছাত্রদল নেতাও বিবাহিত।

সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৯৬ সালে। তিনিও বিবাহিত। তার ছাত্রত্ব শেষ হয় ছয় বছর আগে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মীরা আশা করেছিল, অন্তত বিশ্ববিদ্যালয়ের কমিটিতে তুলনামূলক তরুণ নেতৃত্ব আসবে। কিন্তু তৃণমূল কর্মীদের হতাশ করে অছাত্রদের দিয়েই গঠন করা হয়েছে ঢাবি কমিটিও।

ছাত্রদল ঢাবি শাখার নতুন  কমিটির সভাপতি  মাহিদুল হাসান হিরু কেবল ছাত্রদলের মিছিলে হামলাই করেননি, তিনি ছিলেন ছাত্রলীগ মহসিন হল শাখার সদস্য। কয়েক বছর আগেই তার ছাত্রত্ব শেষ হয়ে যায়।

সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ-সভাপতি সাদিউল কবির নিরব, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুম্মন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে। সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন ভূঁইয়া ভর্তি হন ২০০০-২০০১ শিক্ষাবর্ষে। এদের করোই ছাত্রত্ব নেই।

মঙ্গলবার যোগাযোগ করলে নতুন কমিটির সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তিনি সংবাদিকদের বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া সাবার সঙ্গে পরামর্শ করে এ কমিটি দিয়েছেন। এখানে আমাদের কিছু বলার নেই। ”

সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এক সময় ছাত্রলীগ করা ও ছাত্রদলের মিছিলে হামলা চালানোর অভিযোগ সম্পর্কে মাহিদুল হাসান হিরু সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে এসব অপপ্রচার। ডিজিটাল কারচুপির মাধ্যমে ছবি বানানো হয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২

এমএইচ/সম্পাদনা: আহমেদ রাজু, চিফ অব করেসপন্ডেন্টস/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected] 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।